বড় জয়ে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেল ভারত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৫:৩৯
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ১০ উইকেটের ব্যবধানে মঙ্গলবার রাতে হারিয়েছে ভারত। এই বড় জয়ে আইসিসি প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে টিম ইন্ডিয়া।
এই ম্যাচের আগে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ছিল। বড় জয়ের পর ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
গেল মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে ভারতকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠেছিল পাকিস্তান।
অবশ্য পরবর্তী দুই ম্যাচ জিতে পাকিস্তানের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউ জিল্যান্ড। আর ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।
১০১ রেটিং পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তানের পরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ষষ্ঠ স্থানে। আর ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিততে পারলে দক্ষিণ আফ্রিকাকে টপকে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের।
বিষয়: ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।