শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভারতকে হারিয়ে কমনওয়েলথ ক্রিকেটের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২২, ২২:১৫

ভারতকে হারিয়ে কমনওয়েলথ ক্রিকেটের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরে ক্রিকেট। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে অস্ট্রেলিয়া পুরুষ দলকে হারায় দক্ষিণ আফ্রিকা পুরুষ দল। এবার বার্মিংহাম কমনওয়েলথে অস্ট্রেলিয়ান নারী দল ভারতকে হারিয়ে পরলো সোনার মেডেল।

ক্রিকেট ইভেন্টে অংশ নেয়া ৮টি দলের লড়াই শেষে রোববার বার্মিংহামে অনুষ্ঠিত হয় ফাইনাল। এজবাস্টনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে ওপেনার বেথ মানের ৪১ বলে করা ৬১ রানের ইনিংসের সঙ্গে মেগ লানিংয়ের ৩৬ (২৬), অ্যাশলে গ্র্যাডনারের ২৫ (১৫) ও বাকি ব্যাটারদের ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১৬১ রান তোলে অজিরা।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন রেনুকা সিং ও স্নেহ রানা। ১ উইকেট করে নেন দীপ্তি শর্মা ও রাধা যাদব।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top