সিরিজ হারে বিতর্কিত পোস্ট, ইমরুলের ভাষ্য ‘পেজ হ্যাক হয়েছিল’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২২, ০৪:৪৯

সিরিজ হারে বিতর্কিত পোস্ট, ইমরুলের ভাষ্য ‘পেজ হ্যাক হয়েছিল’

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সমর্থকদের হতাশ করেছে বাংলাদেশ। ২০১৩ সালের পর, অর্থাৎ দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। এদিকে, টিম টাইগার্সের লজ্জার সিরিজ হারের দিনে রোববার (৭ আগস্ট) রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইমোজি সংবলিত একটি পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।

অবশ্য পোস্ট প্রকাশের কিছু সময় পরই সেটি মুছে ফেলা হয়। যদিও ততক্ষণে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ‘বিতর্কিত’ সেই পোস্টের স্ক্রিনশট। ইমরুলের আলোচিত সেই ফেসবুক পোস্টে ‘ফিলিং স্যাড’ যুক্ত করলেও বেশকিছু অট্টহাসির ইমোটিকন ছিল। যা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা।

এদিকে, ইমরুলের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট প্রকাশের কয়েক মিনিটের মধ্যে সেটা মুছে দিয়ে আরেকটি পোস্ট করা হয়, সেখানে কিছু সময়ের জন্য তার পেজটি হ্যাক হয়েছিল বলে দাবি করেন পেজের অ্যাডমিন।



বিষয়: ইমরুল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top