ভারতের বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ১০:১৯
চতুর্দিকে ফুটবল নিয়ে উন্মাদনা। দ্য গ্রেটেস্ট শো আন আর্থ বলে কথা। বিশ্বকাপ জ্বরে যখন আক্রান্ত গোটা বিশ্ব, গোটা দেশ, যখন অন্যের জয়-পরাজয় নিয়ে চলছে গর্জন-তর্জন; ঠিক তখনই নিজেদের খেলা ক্রিকেট নিয়ে বাংলাদেশ-বাংলাদেশ গর্জনের সুযোগ পেয়েছিল লাল সবুজের সমর্থকেরা।
১৮৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১৩৬ রানেই ৯ উইকেট নেই বাংলাদেশের। উইকেটে ব্যাটার বলতে ১১ নম্বরে নামা মুস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ। মিরপুরের পরিপূর্ণ গ্যালারি তখন একদম নিশ্চুপ। জেতার আশা একদম ছেড়েই দিয়েছিলেন মাঠে থাকা দর্শকদের অনেকে। ম্যাচের এমন এক পরিস্থিতিতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন মিরাজ। খেলেন ৩৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। আর তাতে রোহিত-কোহলিদের হতাশায় ডুবিয়ে নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ।
৫০ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্যটা ছিল ১৮৭ রানের। ওয়ানডে ম্যাচের প্রেক্ষিতে এই রান তাড়াকে বেশ সহজই বলা চলে। কিন্তু সেই লক্ষ্যটাও পাহাড়সম মনে হল বাংলাদেশি মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে।
শেষের দিকে মিরাজকে ভালো সঙ্গ দিয়েছেন মুস্তাফিজ। রান বেশি না করতে পারলেও উইকেট বিলিয়ে দেননি। তার ব্যাট থেকে এসেছে একটি চারের মারও।
দুজনের ৫১ রানের জুটিতে ৪ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মিরাজ অপরাজিত থাকেন ৪১ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব-এবাদতদের বোলিং তোপে ৪১.২ ওভারে ১৮৬ রানে অল আউট হয় ভারত।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বাংলাদেশ-ভারত সিরিজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।