বিপিএল-২০২৩
রংপুরের বিদায়, ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৩, ১৩:৫৭
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৯ রানের জয় নিয়ে ফাইনালে উঠে গেছে মাশরাফির সিলেট। ১৬ ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টারিয়ান্স। এই জয়ে নবম বিপিএলের ফাইনাল নিশ্চিত হলো দলটির। অপর দিকে ফাইনালে কোয়ালিফাই হতে বড় বড় তারকাদের দলে ভেড়ায় রংপুর। কিন্তু ১৯ রানে আশাভঙ্গ হয় দলটির।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৪০, মাশরাফির ২৮ রানের ওপর ভর করে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেচট হারিয়ে তুলেছিলো ১৮২ রান।
জবাব দিতে নেমে রনি তালুকদারের ৬৬ রান সত্ত্বেও সিলেটের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে শেষ মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলে রংপুর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রংপুর ৮ উইকেটে ১৬৩ রানে থেমে গেলে, ১৯ রানে জয় পায় সিলেট।
সিলেটের তরুণ বোলার তানজিম হাসান সাকিব নেন ২ উইকেট। বিদেশী ক্রিকেটার লুক উড নেন ৩ উইকেট। ২ উইকেট নেন রুবেল হোসেনও।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।