ইংল্যান্ডের দেয়া পাহাড়সম টার্গেটে ইনিংস ব্যবধানে পাকিস্তানের হার
সুজন হাসান | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ১৪:২৫
অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট হেরেই গেল পাকিস্তান। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ করার পর সেই ম্যাচটি ইনিংসে হারল কোনো দল। সিরিজের প্রথম টেস্টটি ইংল্যান্ড জিতেছে ইনিংস এবং ৪৭ রানের ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি।
মুলতানে প্রথম ইনিংসে অধিনায়ক শান মাসুদ (১৫১), ওপেনার আব্দুল্লাহ শফিক (১০২) ও আগা সালমানের (১০৪) সেঞ্চুরিতে ভর করে ৫৫৬ রান করে পাকিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে হ্যারি ব্রুকের ট্রিপল (৩১৭), জো রুটের (২৬২) ডাবল সেঞ্চুরি আর বেন ডাকেট (৮৪) ও জ্যাক ক্রলির (৭৮) জোড়া ফিফটিতে ভর করে ৭ উইকেট ৮২৩ রানের বিশাল পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
দেশের মাটিতে এ নিয়ে টানা ১১ টেস্ট জয়হীন পাকিস্তান। শেষদিনে অবশ্য তাদের পরাজয় অনুমেয়ই ছিল। তবে ম্যাচটি জিততে ইংল্যান্ডের লাগল ১ ঘণ্টা ৩৫ মিনিট। ম্যাচের চতুর্থ দিন, অর্থাৎ কাল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রায়ডন কার্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮২ রান করতেই ৬ উইকেট হারায় পাকিস্তান।
এরপর আঘা সালমান এবং আমের জামাল প্রতিরোধ গড়ে তুললে ছয় উইকেটে ১৫২ রান তুলে দিন শেষ করে দলটি। আবরার আহমেদ চতুর্থ দিনেই অসুস্থ হয়ে পড়েন। ফলে আজ তাকে ব্যাটিং না করানোর কথা আগেভাগেই জানিয়ে দেয় পাকিস্তান।
আজ জিততে ইংল্যান্ডকে তিনটি উইকেট নিতে হতো। তিনটি উইকেটই নিয়েছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। দেড়শো বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম ১ম ইনিংসে ৫০০ রান তুলেও ইনিংস ব্যবধানে হারল কোনো দল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।