লালমনিরহাটে পিটিয়ে হত্যা: মসজিদের খাদেমসহ আরও ৫ জনকে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১২:৫৩
লালমনিরহাট থেকে:
লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে নিহত জুয়েল হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় তিন মামলায় বুড়িমারী মসজিদের খাদেম জোবেদ আলীসহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকালে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত।
এর আগে, গ্রেফতার হন ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক(২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী(৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)। এই ৫ আসামিকে ৫ দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা।
গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যার দায়ে নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) মামলা দায়ের করেন। একই ঘটনায় পুলিশের ওপর হামলার দায়ে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বাদী হয়ে এবং ইউনিয়ন পরিষদ ভাঙচুরের দায়ে অপর একটি মামলা দায়ের করেন বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত। এ তিনটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হলে এ তিন মামলায় মসজিদের খাদেমসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।