ইভ্যালির রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৭

ইভ্যালির রাসেল গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিন। প্রতারণার মামলায় গ্রেপ্তার হতে পারেন প্রতিষ্ঠানটির আরও কয়েকজন কর্মকর্তাও।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে র‍্যাব। 

গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক ভুক্তভোগী যখন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই ইভ্যালির অনেককে রাখা হয় নজরদারিতে। এই তালিকায় রাসেল, তার স্ত্রী অর্থাৎ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ছাড়াও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

‌এদিকে, এদিন ভোরে আরিফ বাকের নামে এক ব্যক্তি ইভ্যালির অনলাইন প্লাটফর্মে তিন লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি উল্লেখ করে রাজধানীর গুলশান থানায় মামলা করেন। যেখানে ইভ্যালির আরও বেশ কজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ দেখিয়ে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বহুল আলোচিত-সমালোচিত এই প্রতিষ্ঠানটি গ্রাহক ও মার্চেন্টদের কাছে দেনার পরিমাণ ৪০৩ কোটি টাকা। আর ইভ্যালির চলতি সম্পদের পরিমাণ মাত্র ৬৫ কোটি টাকা। ৩৩৮ কোটি টাকাই কোম্পানির কাছে নেই।

এনএফ৭১/কেবিএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top