শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

২২ দিনের সন্তানকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৭:০৩

দিনাজপুর থেকে:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে নেশার টাকার জন্য ২২ দিন বয়সী শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে সুভাস মহন্ত নামের এক ব্যাক্তি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত শিশুটির মা অনামিকা মহন্ত জানান, তার স্বামী নেশার টাকার জন্য প্রায়ই তাকে মারধর করত। কিন্তু বৃহস্পতিবার সকালে শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বের হয়ে আসে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতকে আটক করে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top