আত্মগোপনে থাকা হিযবুত তাহরীর নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩, ০৬:৩৮
দীর্ঘ ১১ বছর ধরে আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২২ জানুয়ারি) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন>>> সূচকের উত্থানের মধ্য লেনদেন কমেছে শেয়ারবাজারে
তিনি জানান, তৌহিদুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত। তিনি ষড়যন্ত্রমূলক মিটিং করে হিযবুত তাহরীর লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকেন।
তৌহিদ রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিগত ১১ বছর ধরে নিজেকে আত্মগোপনে রেখে ছিলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতেন।
বিষয়: আত্মগোপন নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরী গ্রেফতার র্যাব রাজধানী যাত্রাবাড়ী newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।