হাসান হত্যাকাণ্ডের বিষয়ে মূল কিলারসহ গ্রেফতার ২
সুজন হাসান | প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১৯:২৯
মো: রাকিব (২১) ও মোঃ হান্নান (২০) তারা কেওয়াটখালি রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাহারা উভয়েই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু তাহারা ঠিকমতো প্রস্তুতি না নেওয়ায় পরীক্ষা দেয় নাই।
বিহারী ক্যাম্পের নরসুন্দর আলী (২০), পিতা: রফিক এর সেলুন নয়াপাড়ায়। তার কাছে নিয়মিত চুল কাটাতো হান্নান। গতকাল রাত ১০:০০ টার দিকে হান্নান চুল কাটানোর জন্য আলীকে ফোন দেয়। তখন আলী হান্নানের সাথে মোবাইলে খারাপ ব্যবহার করে। ঐ সময় রাকিব তার সাথে ছিল। তখন রাকিব মোবাইল ফোনে আলীর সাথে কথা বললে আলী রাকিবকে গালাগালি করে।
২৪ মে, সন্ধ্যার দিকে আলী রাকিবকে ফোন দিয়ে বলে তাহাদের এই মনোমালিনের বিষয়টি সমাধান করবে। রাকিবকে তার বাসা থেকে বের হতে বলে। তখন রাকিব একা বাসা থেকে বের হয়ে হাজী কাসেম আলী কলেজের মাঠে আসলে আলীসহ তার সাথে থাকা আরও ৭/৮ জন রাকিবের সাথে তর্ক বিতর্কে জড়ায়। এক পর্যায়ে আলীর হাতে থাকা সুইজগিয়ার চাকুর হাতল দিয়ে রাকিবের মাথায় আঘাত করে এবং কিল ঘুষি মারে।
এই মারামারি বিষয়টি নিয়ে রাকিব কোতোয়ালি থানায় অভিযোগ দিয়ে তার সাথে থাকা বন্ধু হান্নান, ইদনা, রাকিব, সাঈদসহ ৭/৮ জন বাসায় ফেরার পথে একই তারিখ রাত্রে অনুমান ২২:০০ ঘটিকার সময় হাজী কাশেম আলী কলেজের সামনে পৌঁছালে আবারো আলীর নেতৃত্বে আরও ৭/৮ জন রাকিব ও তার বন্ধুদের কেন থানাতে অভিযোগ দায়ের করতে গেল এজন্য মারপিট করার চেষ্টা করে।
তখন রাকিবের সাথে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে আত্মরক্ষার্থে এলোপাতাড়ি আঘাত করলে হাসান (২১) এর থুতনির নিচে বুকে এবং পেটে কাটা রক্তাক্ত গুরুতর জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান কে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-৭৩, তারিখ: ২৬/০৫/২৪ইং ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মো: ফারুক হোসেন এর নেতৃত্বে ঘটনায় জড়িত আসামী মো: রাকিব (২১) পিতা: আব্দুর রহমান, মাতা: জহুরা খাতুন এবং মো: হান্নান (২০), পিতা- মো: বাবুল মিয়া, মাতা: সুবেদা খাতুন, সাং- ইসলামবাগ পাট গুদাম (বেড়িবাধ), থানা-কোতোয়ালি, জেলা ময়মনসিংহদ্বয়কে ০৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী মডেল থানাধীন শিকারী কান্দা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।