আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সুজন হাসান | প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১২:৫৫
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে নরসিংদীর মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহর সামনে এ ঘটনা ঘটে।
নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যাকাণ্ডের ৬ দিনের মাথায় নরসিংদীর ভগিরতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ সময় তাকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থায়ী সূত্রে জানা যায়, ভগিরথপুরে অবস্থিত ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাহবুবসহ বেশ কয়েকজন। এ সময় ভগিরথপুর শাহী ঈদগাহর সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মাহবুবকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। তার সহযোগী পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভগীরথপুর এলাকায় সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে। বিস্তারিত পরে জানানো যাবে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, সাবেক চেয়ারম্যান মাহাবুবুলকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।
বিষয়: নরসিংদী মাধবদী ভগিরথপুর কুপিয়ে হত্যা মাহাবুবুল হাসান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।