এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তে নেপাল যাচ্ছে ভারতের সিআইডি

সুজন হাসান | প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৩:৪৯

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের তদন্ত করতে নেপাল যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সিআইডি। চলতি সপ্তাহেই সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল সেখানে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম প্রতিদিনের সংবাদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আখতারুজ্জামান কোথায় পালিয়েছেন তা নিশ্চিত নন গোয়েন্দা বিভাগ। শোনা যাচ্ছে দুবাই কিংবা যুক্তরাষ্ট্রে পালিয়েছেন অভিযুক্ত।

আনোয়ারুল খুনের ঘটনায় প্রায় প্রতি দিনই কোনও না কোনও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এখনও পর্যন্ত আনোয়ারুলের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। তবে নিউ টাউনের যে ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো এবং চুল পাওয়া গেছে। তা আনোয়ারুলের কি না তা জানতে ডিএনএ পরীক্ষা করাচ্ছেন গোয়েন্দারা।

নিউ টাউনের এই ফ্ল্যাটটি ২০১৮ সালে ভাড়া নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান। সিআইডির ধারণা, ঘটনার দিন ওই ফ্ল্যাটেই আনোয়ারুলকে নিয়ে আসা হয়। তার পর খুন করে প্রমাণ মুছে ফেলা হয়। ঘটনার পর থেকেই আখতারুজ্জামানের খোঁজ চলছে। গোয়েন্দাদের সন্দেহ, খুনের ঘটনার পর পরই দেশ ছেড়েছেন তিনি। প্রথমে কলকাতা থেকে নেপালে যান আখতারুজ্জামান। তবে পরে সেখান থেকেও পালিয়েছেন তিনি। দুবাই কিংবা যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন বলে অনুমান গোয়েন্দাদের।

আখতারুজ্জামান নেপালে কোথায় উঠেছিলেন, তার পর সেখানে কোথায় কোথায় গিয়েছিলেন ইত্যাদি প্রশ্নের জবাব খুঁজতেই সিআইডির একটি দল দেশটিতে যাচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় আরও এক অভিযুক্ত সিয়াম নেপালে থাকতে পারেন বলেও ধারণা করছেন তারা।

নিউ টাউনের ওই আবাসনের সেপটিক ট্যাংকে মানুষের মাংস ছাড়া কিছু চুলও মিলেছে। সবই মৃত সংসদ সদস্যের বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। তবে তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করানো হবে। তার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় উড়িয়ে আনা হচ্ছে নিহতের কন্যাকে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top