ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
সুজন হাসান | প্রকাশিত: ১ জুন ২০২৪, ১৫:২০
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মভিটা এলাকায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামী সিরাজুল ইসলাম উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মভিটা মদাদী এলাকার মৃত আব্দুল লতিফ ছেলে।
বীরগঞ্জ থানার এএসআই সিরাজ আওলাদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মভিটা মদাদী এলাকার মাদক ও দেহ ব্যবসায়ী তার নিজ বাসভবন থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, খালি বিদেশি মদের বোতল, অসংখ্য ট্যাবলেটের খোসাসহ সিরাজুল ইসলাম কে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। বীরগঞ্জ থানা পুলিশ, স্থানীয় জনগনসহ ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।