কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার

সুজন হাসান | প্রকাশিত: ৮ জুন ২০২৪, ১৯:৩৭

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা হতে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার থানা রোডের গার্লস স্কুল মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্সি ম্যানেজার এমদাদুল হক পাভেল এর গুদামঘর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা বন্ধ বা সিলগালাও করা হয়নি।

এজেন্সি ম্যানেজার এমদাদুল হক পাভেল বলেন, আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা পরিচালনা করি। আমি মাদক ব্যবসা করি না, আমি গ্রাহকের পণ্য গ্রাহককেই পৌঁছিয়ে দিয়ে থাকি এটাই আমার ব্যবসা। কিন্তু কে কোন মাল দিচ্ছে তা কখনও আমরা খুলে দেখি না।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার কর্তব্যরত ডিউটি অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, ২০ কেজি গাঁজা ও ১৬০ বতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top