বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আবু সাঈদ হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

সুজন হাসান | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৪, ১২:৫২

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত আবু সাঈদের পরিবার।

১৮ আগস্ট (রবিবার) সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করেন আবু সাঈদের বড় ভাই। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ-যু্বলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়।

নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবী করে শহীদ আবু সাঈদ তাদের কর্মী ছিলেন। তারা তাঁর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা দেয় ও বলে তাঁর পরিবারের সেই একমাত্র শিক্ষিত সন্তান ছিলো।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top