মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

হাজী সেলিমের সহযোগী রনির দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী

সুজন হাসান | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

সংগ্রহীত

ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রনি গোয়েন্দা সংস্থা (ডিবি) তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনি বংশাল ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য।

জানা যায়, এই গ্রেফতারকৃত রনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা এবং সন্ত্রাসী তার বিরুদ্ধে বেশ কয়েকটি থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। সর্বশেষ তাকে কোতোয়ালি থানায়কৃত ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করা হয়, যার মামলার নম্বর ১৬।

রনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বংশাল কোতোয়ালিতে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল হুমকি এমনকি সর্বশেষ ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি বর্ষণ করে। তিনি ২০২৩ সালে একাধিক মামলার আসামি বেসিক ব্যাংক ঋণ জালিয়াতকারী, ভূমিদস্যু ও অবৈধ অস্ত্র ধারনকারী, তার অস্ত্র জব্দ করাও হয়।

রনির বিরুদ্ধে তার গর্ভধারিনী মা ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে একটি সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলনে রনির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল মা এবং ভাইয়ের সাথে খারাপ ব্যবহার ও মেরে ফেলার হুমকি ধামকি সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করে।

এমনকি রনি স্থানীয় বেশ কিছু মানুষের উপর চালায় জোর-জুলুম কয়েকজন ভুক্তভোগীর সাথে। ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, তারা আতঙ্কে দিন পার করছে রনি গ্রেফতার হওয়াতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। রনির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

জানা যায়, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ব্যানারে তিনি এই প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করেছেন এবং প্রকাশ্যে দলীয় প্রোগ্রামে তার দলবল সহ নুরুল ইসলাম বুলবুল সবুজ (পরিচালক) বাংলাদেশে কেমিস্টস এন্ড ড্রাগস্টিস কেন্দ্রীয় পরিচালনা পরিষদ তার ওপর হামলা চালায়।

পরবর্তীতে তিনি মামলা দায়ের করেন এবং পর্যায়ক্রমে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগেস্ট পরিষদ সারা বাংলাদেশে যে কয়টি শাখা রয়েছে প্রত্যেকটি শাখার দায়িত্বে যারা রয়েছে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করে সর্বশেষ ২৪ এর ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের হয়ে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে সেই প্রেক্ষিতে কোতোয়ালি থানার পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

কোতোয়ালি থানার ইনচার্জ মু. এনামুল হাসান জানান, রনির নামে বেশ কয়েকটি মামলা আছে তার ভেতর বাংলাদেশে কেমিস্টস এন্ড ড্রাগস্টিসের মামলায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে। রনির নামে আরোও মামলা আছে ।  




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top