বিদেশে মানবপাচার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৭

বিদেশে মানবপাচার, গ্রেপ্তার দুই

মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারেরর অভিযোগে রাজধানীর পল্লবী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এরা হলেন- জালিস মাহামুদ (৩২) ও অমল জয়ধর (৪১)। তাদের বিরুদ্ধে বনানী থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।

তাদের কাছ থেকে ৭১টি পাসপোর্ট, মালয়েশিয়ার ১১টি জাল ভিসা, ফ্রান্সের তিনটি জাল ভিসা, ২৪টি ভুয়া বিএমইটি ছাড়পত্রের ফটোকপি, আটটি ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও ১০টি ভুয়া বিমান টিকেট জব্দ করা হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর।

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর বলেন, এরা বিভিন্ন জায়গা থেকে বিদেশ যেতে ইচ্ছুক স্বল্প শিক্ষিতদের টার্গেট করতো, এরপর ভুয়া ওয়েবসাইট তৈরি করে ভিসা যাচাই প্রক্রিয়া দেখাতো ভুক্তভোগীদের। তৈরি করতো জাল টিকিট, ভিসা ও বিএমইটি কার্ড। এ কাজের জন্য তাদের একটি অভিজ্ঞ বিশেষজ্ঞ টিম রয়েছে।

এরা মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে লোক সংগ্রহ করতো। চক্রটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদন ছাড়া, তাদের কোনো রিক্রুটিং এজেন্সি বা লাইসেন্স না থাকা সত্ত্বেও চাকুরি ভিসায় মালয়েশিয়া পাঠানোর কথা বলে টাকা নিয়ে প্রতারণা করতো।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top