মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুল আজিজ (৪০) ও ফরিদ (৫৫) নামের আরও দু’জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আব্দুল আজিজ এবং দুপুরে ফরিদের মৃত্যু হয়। এই ঘটনায় আমজাদ, রিফাত ও কেনান নামে ৩ জন এখনও বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল ‘নিউজফ্ল্যাশ৭১’-কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত আব্দুল আজিজ নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লার মনু মিয়ার ছেলে। তিনি পেশায় লন্ড্রি ব্যবসায়ী। তার এক ছেলে ও এক মেয়ে এবং ফরিদের বাড়ি ময়মনসিংহ ত্রিশাল উপজেলায়। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় ঘটনার আগের দিনই মেয়ে খাদিজার বাসায় বেড়াতে গিয়েছিলেন ফরিদ।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top