স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি করে’ হত্যা

Nasir Uddin | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:২০

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর (পাকিস্তান খাদঁ) এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের  সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তার ইট বালু সিমেন্টের ব্যবসা রয়েছে। তিনি ফতুল্লা পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকার মৃত সমন আলীর পুত্র।

নিহতের পরিবারের দাবি, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন এএ হত্যার সঙ্গে জড়িত। বেশ কয়েক মাস ধরেই আক্তার ও সুমন নিহত মামুনকে হুমকি দিয়ে আসছিলেন।

নিহতের বড়ভাই আমজাদ হোসেন বলেন, ভোরের দিকে মামুন বাসায় ঘুমাচ্ছিল। তাকে ঘুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা তাকে ডেকে নিয়ে গেছে সেটা জানতে পারিনি।’

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, ‘হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজে হুডি-জ্যাকেট পরা দুই ব্যক্তিকে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top