মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন লামার অপহৃত ২৬ শ্রমিক
Nasir Uddin | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:০৮

অপহরণের দুই দিন পর মুক্তিপণের বিনিময়ে বান্দরবানের লামার ২৫ শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে ফাঁসিয়াখালী মুরুংঝিরি পাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার হওয়ায় মুক্তি পাওয়া শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা হলেন, মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, লামার ছয়টি রাবার বাগানের অপহৃত ২৫ শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। তবে মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করতে হয়েছে বলে জানিয়েছেন রাবার বাগান মালিকরা।
আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অগ্রগতি না দেখে বাধ্য হয়ে মুক্তিপণের বিনিময়ে শ্রমিকদের ছাড়িয়ে আনা হয়েছে। তার বাগানের ১২ জন শ্রমিকের মুক্তির জন্য ৩ লাখ এবং বাকি পাঁচ বাগানের ১৪ জনের জন্য ৭ লাখ টাকা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘অপহরণের পর শ্রমিকদের প্রচুর মারধর করা হয়েছে। উদ্ধার হওয়ার পর আমাদের ১২ জন শ্রমিককে কক্সবাজারের ঈদগাঁও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।’
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ‘অপহৃত শ্রমিকদের ছেড়ে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মালিকপক্ষের বিভিন্ন মাধ্যমে যোগাযোগের কারণে তারা মুক্তি পেয়েছেন। তবে মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
প্রসঙ্গত, এর আগে গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।