শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

সারা দেশে ২৪ ঘণ্টায় ১৭৫২ জন গ্রেপ্তার

Nasir Uddin | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:১৮

ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্ট ও বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৭৫২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

পুলিশ সদর দপ্তর জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৯২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে এক হাজার ২৬০ জনসহ মোট এক হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর থেকে গত ১৩ দিনে এ নিয়ে প্রায় সাড়ে ছয় হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে ডেভিল হান্টে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top