বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত

Nasir Uddin | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৩৪

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় তাকে কুপিয়ে আহত করলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর স্বামী আক্তার হোসেন বলেন, মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছিলেন আমার স্ত্রী। পথে কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীরা তাকে মাথা ও শরীরে ছুরিকাঘাত করে কানের দুল ও দুই হাজার টাকা নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।

তিনি আরও জানান, তার স্ত্রীর মাথায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়, পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top