সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ আটক ১৪

Nasir Uddin | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ০৯:৫০

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানায় সাংবাদিকদের এসব কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

ওসি মুক্তারুজ্জামান বলেন, ‘দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ৩ লাখ টাকা, চারটি কম্পিউটার লুটসহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয়। আটকদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটক ১৪ জনসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও জানান, রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা-ভাঙচুর ও লুটপাট করেন তারা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top