ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর’
Nasir Uddin | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৭
বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ চতুর্থ। দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো। মঙ্গলবার সকাল ১০ টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, আজ দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করা দিল্লির স্কোর ৬০৩। অর্থাৎ আজ দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তারপর ৫৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ‘লাহোর’। ফলে এই শহরের বায়ুও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। আর তৃতীয় অবস্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভোর স্কোর ২৪৪, অর্থাৎ শহরটির বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর। ২৩৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। ফলে ঢাকার বাতাসে দূষণের মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় দেখাচ্ছে আইকিউএয়ার প্রদত্ত বায়ুদূষণের তালিকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। এবং ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অবস্থানে রয়েছে।
বিষয়: ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আইকিউএয়ার দূষণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।