• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ই-কমার্সে প্রতারণা রোধে পুলিশের ১৯ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ২১:০৬

ই-কমার্সে প্রতারণা রোধে পুলিশের ১৯ প্রস্তাব

ই-কমার্স বাণিজ্যে প্রতারণা রোধে পুলিশের পক্ষ থেকে ১৯টি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পুলিশের এ প্রস্তাবে প্রতারণা ঠেকাতে টাস্কফোর্স গঠনের সুপারিশও করা হয়েছে।

ইতিমধ্যে, পুলিশ হেডকোয়ার্টার্স প্রস্তাবটি যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় উক্ত প্রস্তাবের বিষয়গুলো পর্যালোচনা করে দেখছে। এর আগে ঢাকা মহানগর থেকে পুলিশ হেডকোয়ার্টার্সের নিকট এ ধরনের একটি প্রস্তাব দেয়া হয়েছিল।

প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য কিছু শর্ত হচ্ছে - বিক্রেতাদের আর্থিক সুবিধার্থে পণ্য বিক্রয়ের ১০ কর্ম দিবসের মধ্যে প্রযোজ্য কমিশন ও সরবরাহ চার্জ কেটে রেখে বিক্রেতাপূর্ব মূল্য পরিশোধ কঠোরভাবে মেনে চলার ব্যবস্থা রাখা। পণ্যের সম্পূর্ণ মূল্যে পরিশোধ করা হয়ে থাকলে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ ৫ দিন এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থিত হলে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি প্রদান বাধ্যতামূলক করা। পণ্যের অর্ডার নেওয়া পূর্বক পণ্য স্টকে আছে কিনা তা নিশ্চিত করে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের যথাযথ মনিটরিংয়ের জন্য আলাদা কমিটি গঠন করা।

এছাড়া, সরকার কর্তৃক নিয়মিত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোয় অডিট করে তাদের কার্যক্রম নজরদারিতে রাখারও প্রস্তাব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top