গ্রাহক নিরাপত্তায় সিআইডি’র সাথে মতবিনিময় সভা বিকাশের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক:
আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা এমএফএস খাতের গ্রাহকদের নিরাপত্তায় আরো সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সিআইডি’র সাথে বিকাশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আর্থিক লেনদেনের কার্যকরী, সহজ এবং জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস খাতে গ্রাহক নিরাপত্তা নিশ্চিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর হেডকোয়ার্টার্সে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিআইডি’র চিফ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল। এসময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর।
সভায় সিআইডির ডিআইজি, সিপিসি মোঃ জামিল আহমদ, বিপিএম, পিপিএম; ডিআইজি (ট্রেনিং) মোঃ শাহ আলম ও অতিরিক্ত ডিআইজি, সিপিসি মোঃ কামরুল আহসান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাশের পক্ষে আরও উপস্থিত ছিলেন চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) সহ উর্ধ্বতন কর্মকর্তাগন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।