শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অনুমোদিত ডিলার ছাড়া আমদানি করা যাবে না স্বর্ণালঙ্কার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৪:১০

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত স্বর্ণ আমদানির ডিলার ছাড়া ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে কেও স্বর্ণালঙ্কার আমদানি করা যাবে না।

বুধবার(২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

জানা যায়, ২০১৮ সালে বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানি নীতিমালার আওতায় ১৯টি প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির ডিলার হিসেবে লাইসেন্স প্রদান করে। তবে গত এক বছরে মাত্র দু’টি প্রতিষ্ঠান বৈধভাবে ব্যাংকে এলসি খুলে সামান্য পরিমাণ স্বর্ণ আমদানি করেছে। বাকি স্বর্ণ অবৈধভাবে বা চোরাইপথে আমদানি হচ্ছে। এর ফলে দামও বেশি পড়ত। তবে এখন থেকে নীতিমালা অনুযায়ী ডিলারদের মাধ্যমেই আমদানি করতে হবে তাতে আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় রেখে স্বর্ণালঙ্কার আমদানি করা যাবে।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top