ব্যাংকের অতিরিক্ত টাকা তুলে নেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ১৯:৫৪

ব্যাংকের অতিরিক্ত টাকা তুলে নেবে বাংলাদেশ ব্যাংক

অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণ করতে ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক তুলে নেবে অতিরিক্ত টাকা। সোমবার (৯ আগস্ট) থেকে ‘বাংলাদেশ ব্যাংক বিল’-এর মাধ্যমে শুরু হবে ব্যাংকগুলো থেকে টাকা তুলে নেওয়ার প্রক্রিয়া।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে ‘বাংলাদেশ ব্যাংক বিল’-এ অংশগ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে এ বিষয়ক চিঠি।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে এই বিল বিক্রি করে বাজার থেকে অতিরিক্ত টাকা তুলে নেবে। এর বিপরীতে মুনাফা পাবে ব্যাংকগুলো।

তবে এর মাধ্যমে ঠিক কত টাকা তুলে নেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ২৯ মার্চ ব্যাংকগুলো থেকে এভাবে টাকা তুলে নেওয়া হয়েছিল।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top