তিনগুণ বেশি দামে বাজারে নতুন আলু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৬:৫৫

নিজস্ব প্রতিবেদক:

বাজারে উঠেছে নতুন আলু যা বিক্রি হচ্ছে কেজিতে ১৫০ টাকা। যা সাধারন দামের থেকে তিনগুণ বেশি। শনিবার(৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, শান্তিনগর,মগবাজার, রামপুরা কাঁচাবাচারসহ অধিকাংশ খুচরা বাজারে নতুন আলু তিনগুণ বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।

শাহজাহানপুর বাজারের সবজি বিক্রেতা বলেন, পুরাতন আলু ৪৫ টাকা কেজি বিক্রি হলেও নতুন আলু বিক্র হচ্ছে ১৫০টাকা।  তিনি বলেন, একদিন আগে তিনি দোকানে নতুন আলু তুলেছেন।

তিনি আরোও বলেন, নতুন আলু ভারত থেকে আমদানি হচ্ছে। অল্প পরিমাণ আসছে, তারপরও ঢাকার বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। নতুন আলু উঠলেও পুরাতন আলুর দামে কোনো প্রভাব পড়েনি। কারণ আমাদের দেশে এখন আলু চাষের কেবল সময় হয়েছে। এই আলু উঠলে তখন দাম কমতে থাকবে।

অন্যদিকে আলুর চড়া দামের মধ্যে বেগুন, করলা, টমেটো, সিমসহ আরও কিছু সবজির কেজি ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

নগরীর কাঁচাবাজারগুলোতে বেগুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বরবটি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখি, পটল, শসা, জিঙ্গা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পেপে ৫০ টাকা, প্রতিহালি কাঁচাকলা ৪০ টাকা, ছোট আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, আকারভেদে লাউ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। কেজি ২০০ থেকে ২৪০ টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

এদিকে মাছ ব্যবসায়ীরা জানান, হাওর ও নদীতে মাছ ধরা পড়ছে। কিন্তু তারপরও দাম তেমন কমছে না।

বাজারে দুই ধরণের টেংরা মাছই ৬০০ থেকে ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেলে মাছ ৫০০ থেকে ৭০০ টাকা। শিং সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা, তারা বাইম, আইড় মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, সাধারণ বাইম ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

নদীর পাবদা, রিটা ৬০০ থেকে ৭০০ টাকা, চিংড়ি মাছ ৮০০ থেকে হাজার টাকা, শোল, গজার, মাগুর সাড়ে ৫০০ থেকে সাড়ে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

তবে ডিমের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগি দাম কেজিতে কমেছে ১০ টাকা।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top