সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত: অর্থনীতিবিদদের মতামত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৮

সঞ্চয়পত্রের মুনাফা কমানো

চলতি মাসের (২১ সেপ্টেম্বর) বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রের মুনাফা কমিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে সঠিক বলছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদরা মনে করেন, সরকার ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের স্কিমে সঞ্চয়পত্রের না কমিয়ে, ১৫ লাখ এর বেশি পরিমাণ স্কিমে মুনাফার হার কমিয়েছে। যা খুবই ভালো সিদ্ধান্ত মনে করেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদরা আরও বলেন, ১৫ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ক্ষেত্রে মুনাফার হার না কমায় স্বল্প আয়ের মানুষের ওপর চাপ বাড়বে না। অন্যদিকে, ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমানোর কারণে সরকারের সুদ ব্যয় কমবে। যার ফলে সরকার উন্নয়ন ব্যয় বাড়ানোর সুযোগ পাবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top