রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আবারও ঝাঁজ বাড়লো পেঁয়াজের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:২২

নিজস্ব প্রতিবেদক: দু’দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমলেও, দাম বেড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে নতুন করে কেজিতে বেড়েছে ১৫ টাকা। রোববার রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, খুচরা বিক্রেতারা কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। তাই বাজারে মনিটরিং জোরদার করা দরকার। মনিটরিং না বাড়ালে খুচরা বিক্রেতারা দাম আরও বাড়াবেন।

টিসিবি বলছে, এক মাসের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৬৬ দশমিক ৬৭ শতাংশ। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৮১ দশমিক ৮২ শতাংশ।

রোববার রাজধানীর পাইকারি আড়ত শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা। যা দু’দিন আগে বিক্রি হয় ৪০ টাকা।

এছাড়া রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা; যা এক দিন আগে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৫ টাকা।

আর আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা; যা এক দিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকা।

শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, কয়েকটি কারণে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে। সর্বশেষ ভারত থেকে তিন হাজার টন পেঁয়াজ পাইকারি পর্যায়ে এসে পৌঁছেছে। তাই দাম আরও কমবে। তবে খুচরা বাজারে বিক্রেতারা পেঁয়াজের কেজি ৭০ টাকা পর্যন্ত বিক্রি করছেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top