প্রথম ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২০০ কোটি টাকার বেশি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০২:৩১
রবিবার (৫ ডিসম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৪৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দামও। তাতে লেনদেনেও গতি ফিরছে।
ডিএসইর তথ্য মতে, রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজারে ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৫টি শেয়ারের দাম।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসইর অন্য দুই সূচকও। এর মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: পুঁজিবাজার ডিএসই সিএসই শেয়ার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।