ব্যাংকের মালিকানায় আসছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০২:১৭

ব্যাংকের মালিকানায় আসছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। ক্রিকেটার হিসেবে সবাই সাকিব আল হাসানকে চিনলেও করপোরেট জগতে তার পদচারণা অনেক আগে থেকেই ছিলো। ব্রোকারেজ হাউজ, স্বর্ণ আমদানিকারক ও কাঁকড়া চাষের পর এবার ব্যাংক খাতের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব।

সম্প্রতি পিপলস ব্যাংকের পরিচালক পদে আবেদন করেছেন সাকিব আল হাসান এবং তার মা শিরিন আক্তার। এক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ারের। পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সাকিব আল হাসান ব্যাংকের মালিকানা পেতে ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন।

এর আগে, সাকিব আল হাসানের রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে ব্যবসায় হাতেখড়ি হয়। তারপর এ খাতে তিনি আর থেমে যায়নি। স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। শুধু দেশে নয় দেশের বাইরেও বড় বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে তার।

এনএফ৭১/এমএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top