বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগোচ্ছে: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০২:৫১

বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগোচ্ছে: আইএমএফ

করোনার ধাক্কার পরেও সরকারের দ্রুত ও সময়োচিত পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। যা প্রতিবেশী দেশগুলোর তুলনাতেও বেশি দ্রুত বলে মনে করছে সংস্থাটি।

আইএমএফ বলছে, সংক্রমণের হার কমে আসায় এবং সরকারের অনুকূল নীতি সহায়তা অব্যাহত থাকায় চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে সংস্থটির একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।

এই সফরে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় তাদের এই পর্যবেক্ষণ তুলে ধরা হয় বলে জানানো হয়েছে আইএমএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

করোনা মহামারীর প্রথম ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৫১ শতাংশে, যা তিন দশকের মধ্যে সবচেয়ে কম। এরপর ২০২০-২১ অর্থবছরে ৫ দশমিক ৪৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হওয়ার তথ্য দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

২০২০-২১ অর্থবছরের এই গতিপথ ধরে রাখতে পারলে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে আইএমএফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top