শেয়ারবাজারে সব ধরনের সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০৫:০২

শেয়ারবাজারে সব ধরনের সূচকের পতন

রবিবার (১৯ ডিসেম্বর) শেয়ারবাজারে পতন হয়েছে সব ধরনের সূচকের। এদিন কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৪৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৬ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৮০৭ কোটি ৪০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৪২ পয়েন্টে দাঁড়িয়েছে, সিএসই ৫০ সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮৬৪ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৭টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ টাকা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top