তিন কোম্পানির ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন নেই, ব্যাখ্যা চেয়েছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০১:৪০

তিন কোম্পানির ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন নেই, ব্যাখ্যা চেয়েছে ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ওয়েবসাইটে নেই ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন। ফলে ওয়েবসাইটে সর্বশেষ বার্ষিক প্রতিবেদন না থাকার কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সম্প্রতি কোম্পানি তিনটির ব্যবস্থপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও (বিএসইসি) এ বিষয়টি অবহিত করা হয়েছে। কোম্পানি তিনটি হলো- ইস্টার্ন কেবলস, আমান ফিড ও কে অ্যান্ড কিউ।

ডিএসইর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরের গত ১২ ডিসেম্বর পর্যন্ত ২০২১ সালের ৩০ জুন (জুলাই ২০২০ থেকে জুন ২০২১) সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন আপনাদের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এই বিষয়ে, আপনাদের ২৩ ডিসেম্বরের মধ্যে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।'

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top