বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৩:৩৩
অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০’ দেওয়া হবে। দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হবে বলে মঙ্গলবার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক মানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে এ সম্মাননা তুলে দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্মাননা হিসেবে একটি স্বর্ণপদক, বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট এবং পাঁচ লাখ টাকা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের শিক্ষাগত ফলাফল, গবেষণা, কর্ম ফলাফল, অর্থনীতিতে অবদান, নীতি প্রণয়নসহ বিভিন্ন বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে।
এর আগে, ২০১৮ সালে মৌলিক অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৭’ সম্মাননা যৌথভাবে পান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের ইমেরিটাস অধ্যাপক আজিজুর রহমান খান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক মাহবুব হোসেন (মরণোত্তর)।
প্রসঙ্গত, আজিজুর রহমান খান স্বাধীনতার অর্জনের পর বাংলাদেশের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রধান হিসেবে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজে সম্পৃক্ত ছিলেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।