সপ্তাহের শেষ কার্যদিবসের শুরুতেই সূচকের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০২:১২

সপ্তাহের শেষ কার্যদিবসের শুরুতেই সূচকের বড় উত্থান

নতুন বছরের প্রথম চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার পঞ্চম কার্যদিবস লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকে দেখা যাচ্ছে বড় উত্থান প্রবণতা। সেই সঙ্গে বেশ ভালো অবস্থায় রয়েছে লেনদেনও।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ২৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০২ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৭১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top