সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০১:২৭
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন চলছে। দিনের শুরুতে প্রথম আধা ঘণ্টায় লেনদেন হয়েছে ৩শ কোটি টাকা।
বুধবার (১৯ জানুয়ারি) লেনদেনের ৩০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩ পয়েন্টে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৩৮ পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পুঁজিবাজার সূচক সূচক ঊর্ধ্বমুখী ডিএসই সিএসই DSEC CSEC
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।