ড. মুহম্মদ ইউনূসের ব্যাংক হিসাবের তলব করেছে বিএফআইইউ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২, ০১:৩৮
নোবেল জয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের ক্রেডিট কার্ডের লেনদেনসহ সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এর আগে গত বৃহস্পতিবার তার ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে প্রতিটি ব্যাংকের কাছে চিঠি পাঠায় বিএফআইইউ। মঙ্গলবারের (২৫ জানুয়ারি) মধ্যে বিএফআইইউকে ড. ইউনূসের ব্যাংক লেনদেনের যেকোনো ধরনের রেকর্ড পাঠাতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রয়োজনে এই তথ্য চাওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে ২০১৬ সালেও নোবেল জয়ী ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক। একই সময়ে সব ধরনের লেনদেনের জানতে চেয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।