রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪৫
পূর্ব ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ‘সামরিক অভিযান’ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো বৃহস্পতিবার ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে ১০০ ডলার বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এর আগে, সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশকে রাশিয়া রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে উঠেছিল। গত সাত বছরের মধ্যে এটি ব্যারেল প্রতি সর্বোচ্চ দাম ছিল। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রতি ১০ ব্যারেলের মধ্যে একটি আসে রাশিয়া থেকে। ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে প্রতি ব্যারেল জ্বালিন তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল ফাইডেলিটি ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের সংবাদের কারণে এশিয়ার শেয়ার বাজারে লেনদেন কম হয়েছে ২ থেকে ৩ শতাংশ। উত্তেজনা বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে শুরু হয়েছে শেয়ার বাজারে দরপতন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: রাশিয়া-ইউক্রেন জ্বালানি তেল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।