সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

কমেছে এমআই সিমেন্টের মুনাফা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১১:৪০

নিজস্ব প্রতিবেদক:

চলতি হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বরের দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের মুনাফা গত বছরের তুলনায় কমেছে।

রোববার (২৯ নভেম্বর) কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য নিশ্চিত করেছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যে অনুযায়ী, এ বছরের জুলাই-সেপ্টেম্বরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫১ পয়সা। যা গত বছরে ছিল ৫৭ পয়সা।

গত বছরের তুলনায় এ বছর প্রতি শেয়ারে মুনাফা কমেছে ৬ পয়সা। তবে মুনাফা কমলেও বেড়েছে শেয়ারপ্রতি সম্পদের মূল্য। এ বছর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ৬ পয়সা, যা ২০২০ সালের জুন শেষে ছিল ৪৬ টাকা ৩৮ পয়সা।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top