বাড়ছে না আয়কর রিটার্নের সময়সীমা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৫:০৫

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছর ৩০ নভেম্বরের পর আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো.রহমাতুল মুনিম।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ৩০ নভেম্বর রিটার্ন জমা দেয়ার শেষ দিন নির্ধারিত করা হয়েছে। নির্ধারিত সময়ে মধ্যে যাঁরা আয়কর রিটার্ন দিতে পারবেন না, তাঁরা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। তবে ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে।

তিনি আরও বলেন, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন জমা হয়েছে এতে ২,৩৮৭ কোটি টাকার কর আদায় হয়েছে। ২০১৯ সালে ১২ লাখ ৫৭ হাজার ৬২৬টি রিটার্নের ২,৫৮০ কোটি টাকার কর আদায় হয়েছিল।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top