কার্ড ধরলেই হবে লেনদেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১১:৪৩

কার্ড ধরলেই হবে লেনদেন

ডেবিট ও প্রি-পেইড কার্ডেও মিলবে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সেবা। আগে শুধু ক্রেডিট কার্ডে এ সেবা দেওয়া হতো। সেবাটি হলো—কার্ড মেশিনে প্রবেশ না করিয়ে সামনে ধরলেই হবে লেনদেন। দিতে হবে না কোনো পাসওয়ার্ড। এ প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ ৩ হাজার টাকা লেনদেন করা যাবে।

মঙ্গলবার (২২ মার্চ) নিয়ার ফিল্ড কমিউনিকেশনের বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।

সার্কুলারে বলা হয়েছে, এনএফসি প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের কন্ট্রাক্টলেস পেমেন্টের ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেনেও এনএফসি প্রযুক্তির প্রচলন করলে ইলেকট্রনিক লেনদেন বৃদ্ধি পাবে।

ইএমভিসিও কম্প্লাইন্ট ডেবিট ও প্রি-পেইড কার্ডে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে লেনদেন করা যাবে। এ প্রযুক্তিতে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা। এ সেবার জন্য পিন ব্যবহার করতে হবে না। শুধু এসএমএসের মাধ্যমে এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে জানাতে হবে।

এনএফ৭১/আরআর/২০২২



বিষয়: ব্যাংক


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top