পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৯:৩৯

পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশটি।

সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে এ আগ্রহ দেখায় যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদল।

বৈঠকে যুক্তরাজ্য সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিএসইসির পক্ষে এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার আব্দুল হালিম, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বৈঠকে বলেছেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্যের সরকার ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া, দেশের মিউনিসিপাল বন্ডে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি তারা বিভিন্ন সরকাররি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top