একনেকে ২১১৫ কোটি খরচে ৪ প্রকল্প অনুমোদন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৭:০১
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন শীর্ষক প্রকল্পসহ চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
প্রকল্পগুলোতে ব্যয় হবে ২ হাজার ১১৫ কোটি ২০ লাখ টাকা। এতে সরকারি অর্থায়ন ১ হাজার ৪৪০ কোটি ৮৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৩০০ কোটি ৮৩ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেয়া হবে ৩৭৩ কোটি ৫০ লাখ টাকা। অনুমোদিত বাকি প্রকল্পগুলো হলো, নরসিংদী জেলার অন্তর্ভুক্ত আড়িয়াল খাঁ নদী, হাড়িদোয়া নদী, ব্রহ্মপুত্র নদ, পাহাড়িয়া নদী, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পুনঃখনন প্রকল্প, ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্প এবং মিউনিসিপ্যাল গভারন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্প।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।