কমতে শুরু করেছে আলুর দাম
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৪:২৪
নিজস্ব প্রতিবেদক:
বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পুরাতন আলুর দাম কেজিতে ১০ টাকা কমে সরকার নির্ধারিত ৩৫ টাকায় নেমে এসেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।
পুরাতন আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৫-৫০ টাকা। আর নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা।
আলুর পাশাপাশি কমেছে শীতকালীন সবজির দামও। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে এসব সবজি। বেশিরভাগ সবজির কেজি এখন ৩০ টাকা মধ্যে।
কিন্তু, এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা। আর বরবটি গত সপ্তাহের মতো ৬০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তবে সবজির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে ডিমের দাম। ডজনে ডিমের দাম বেড়েছে ৫ টাকা।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।