আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১৪:৩৫
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (স্বর্ণ পরিমাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যূনতম একক; এক আউন্স = ২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণের দাম ছিল ১ হাজার ৭৬০ দশমিক ৮৭ ডলার। গত সপ্তাহের সোমবারের চেয়ে এই দাম দশমিক ৩ শতাংশ বেশি।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি হারে। সোমবার দেশটিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৭৬২ দশমিক ২০ ডলারে। এই দাম গত সপ্তাহের চেয়ে দশমিক ৫ শতাংশ বেশি।
ডলারের লাগামহীন মূল্যবৃদ্ধির বিপরীতে স্বর্ণের দামবৃদ্ধিকে অবশ্য অনেক অর্থনীতিবিদ ইতিবাচক হিসেবে দেখেছেন। মার্কিন অর্থনীতিবিদ রস নরমান রয়টার্সকে এ সম্পর্কে বলেন, ‘স্বর্ণের মূল্যবৃদ্ধির অর্থ হলো ডলারের মান কমবে। বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে এটা খুবই ইতিবাচক একটি ব্যাপার।’
বিষয়: স্বর্ণের দাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।