ফের বাড়ছে সোনা-রূপার দাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১, ০০:৪৪
বছরের শুরুতেই বিশ্ব বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রূপার দাম। ২০২০ এর করোনার তাণ্ডব বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সোনায় বিনিয়োগ। আর এই অর্থনৈতিক মন্দার মধ্যেই সোনার দাম বৃদ্ধির রেকর্ড ভাঙ্গেছে কয়েক দফা।
গতকাল পর্যন্ত (৩ জানুয়ারি) এক মাসের ব্যবধানে এক আউন্স সোনার দাম গড়ে বেড়েছে ২৯.১৭ ডলার। বর্তমানে (বাংলাদেশ সময় দুপুর) এক আউন্স সোনার দাম পড়ছে ১ হাজার ৯২৫ ডলার। এক আউন্স সমান ২৮.৩৫ গ্রাম বা ২.৪৩ ভরি। আর ৬ মাসের ব্যবধানে বেড়েছে ১০৭.৫৩ ডলার। এক বছরে এই বৃদ্ধি হয়েছে ৩৬৯.১৬ ডলার।
প্রতি আউন্স রূপার দাম এক মাসে বেড়েছে প্রায় ২ (১.৭৫) ডলার। একদিনের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় এক ডলার (০.৮৩)। প্রতি আউন্স রূপা হাতবদল হচ্ছে ২৭.১৪ ডলারে। ৬ মাসের ব্যবধানে ৮ ডলার আর এক বছরে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৮.২৪ ডলার।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: স্বর্ণের দাম রূপার দাম বৃদ্ধি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।